ছিলেটি একটি জাতির নাম -ইতিহাসবিদ ড. মুমিনুল হক


 ছিলেটি  একটি জাতির নাম- ইতিহাসবিদ ড. মুমিনুল হক


আমরা ছিলেটিরা বাঙালী অনেকে মনে করি ।তা সত্য নয়।

কারণ :

1.ছিলেট  বাংলা প্রদেশের অংশ ছিলনা ।ছিলেট বিভাগ ছিলো আসাম প্রদেশের অন্তর্ভুক্ত ।ছিলেটিরা ছিলো অসামিজ এবং ছিলেটিরা বাইরের অঞ্চলের লোকদের বলত  বেঙ্গলি ।তাহা ছাড়া আমরার বাপ দাদায় ছিলট কোন বাঙালী অফিসার বা লোক দেখলে বলতেন বেঙলী ।আমরা ছিলেটিরা যে বাঙালী নায় আমরার বাপ দাদা থেকে  স্বীকৃত। 

2. ভাষা ও বর্ণ আলাদা ।এক জাতি হলে ভাষা ও বর্ণ আলাদা হবে কেন?

3.ছিলেটি আচার আচরন বাঙালী থেকে আলাদা ।

4. সামাজিক রীতি নীতি যেমন আম কাঠালী ইস্তারী এ বাঙালী থেকে আলাদা।

5.ভৌগোলিক ভাবে ছিলেটের অবস্থান যা বাঙালী জাতি থেকে পৃথক যা লক্ষণীয়।

6.চারিত্রিক অভ্যাস ও খাদ্যাবাস বাঙালী জাতি থেকে অনেক ক্ষেত্রে আলাদা।

7.দু একটা ব্যতিক্রম ছাড়া ছিলটিরা     এখন বাঙালীদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় না।কারণ এক  জাতি হলে অসুবিধা থাকার কথা ছিল না।

8.ছিলেটিদের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি বাঙালীদের চেয়ে আলাদা।

বিশ্বে  দশ হাজার জনসংখ্যার একটি জাতি তার বৈশিষ্ট ধরে বিশ্বের মানচিত্রে ঠিকে থাকতে পারে।আমরা কেন পারব না। ।আসুন  দেড়কোটি ছিলেটি আমরা একটি জাতি সত্তা নিয়ে বাংলাদেশ ভারত সহ সকল দেশের মানচিত্রে প্রতিষ্টিত হই। বিলীন হওয়া ছিলেট জাতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সকল ছিলেটিদের দায়িত্ব।

 

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন