নাসির তানভীর – তরুণ রাজনৈতিক কর্মী, সমাজকর্মী ও ভাষা-সংগ্রামী



মোঃ নাসির চৌধুরী তানভীর, সংক্ষেপে নাসির তানভীর, একজন তরুণ নেতা, সমাজকর্মী ও সিলেটি ভাষা আন্দোলনের সক্রিয় কর্মী। তিনি জন্মগ্রহণ করেন ২ সেপ্টেম্বর ২০০১, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার রসুলগঞ্জ বাজারে। তাঁর পিতা বীর মুক্তি

যোদ্ধা নোয়াব চৌধুরী এবং মাতা মনিরা চৌধুরী।

শিক্ষাজীবন:

২০০৬: আল আমিন ইসলামি একাডেমি (শিক্ষা জীবন শুরু)

২০১২: রেড রোজ কিন্ডারগার্টেন স্কুল থেকে পিএসসি

২০১৮: বক্তারপুর আবুল খায়ের উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি

২০২০: নবীগঞ্জ সরকারি কলেজ থেকে এইচএসসি

সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হয়ে ৫ সেমিস্টার সম্পন্ন।

বর্তমানে বৃন্দাবন সরকারি কলেজে ডিগ্রি পাস কোর্সের ফাইনাল ইয়ারে (২০২০–২১)

রাজনৈতিক জীবন:

২০১৮ সালে বাংলাদেশ ছাত্রলীগে যোগদান

২০২১ সালে নবীগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক

২০২৪ সালের ১৬ ডিসেম্বর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে "জয় বাংলা" লেখেন

২০২৫ সালের ২৫ জানুয়ারি “শেখ হাসিনায় আস্থা” পোস্টার দেন, যা বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল পেইজে প্রকাশিত হয়
পোস্ট লিংক:
https://www.facebook.com/100064488534275/posts/pfbid02aiqwdeEPSWFzi2Wi5c87yvnfnXgeEReGiX2Hk5bE4G4fZjpsF9m891jeAATUXtril/?app=fbl

ভাষা ও সংস্কৃতি আন্দোলন:

সিলেটি ভাষা স্বীকৃতি পরিষদের সমন্বয়ক

আন্তর্জাতিক নাগরি একাডেমির যুগ্ম সাধারণ সম্পাদক

সৈয়দ শাহ নূর একাডেমির চেয়ারম্যান

২০২১ সালে সিলেটি নাগরি লিপিতে প্রকাশিত “সিলেটের খবর” পত্রিকার সম্পাদক

আরও একটি পত্রিকার সহ-সম্পাদক

তাঁর অবদান উল্লেখ আছে নিচের ওয়েবসাইটে:

https://syloti-nagri.com/

https://nabigonjsakalsonda.websites.co.in/updates/list

প্রকাশনা ও সংবাদপত্রে স্বীকৃতি:

সম্পাদক: https://drive.google.com/file/d/14jpZdpkIGZcYpqMaJ1UHV-UcS8RLseTj/view?usp=drivesdk

সহ-সম্পাদক: https://drive.google.com/file/d/14rbuH_Cm3tlJHgUYMhWhyS4bL0Xv864Q/view?usp=drivesdk

দৈনিক হবিগঞ্জের খোয়াই পত্রিকায় তার রাজনৈতিক প্রতিবেদন প্রকাশিত:

https://drive.google.com/file/d/15-fBvvx_PxBIa64uqZ9HtI62n0xRRMfw/view?usp=drivesdk

https://drive.google.com/file/d/15D7lvhRHSFY5rNuE55T_RgicHSy-NmU0/view?usp=drivesdk

https://drive.google.com/file/d/151HOeKbLhpCoO-QHctUHNHk5UxjuWjil/view?usp=drivesdk

সামাজিক দায়িত্ব:

বীর মুক্তিযোদ্ধা নোয়াব চৌধুরী সামাজিক সংগঠন-এর উপদেষ্টা

https://www.habiganjexpress.com/?p=100603

https://www.facebook.com/share/p/1ANihGiRyN/

অনলাইন উপস্থিতি:

ব্যক্তিগত ওয়েবসাইট: https://nacherchowdhury.blogspot.com/

Facebook, YouTube, TikTok, Instagram, X — সব প্ল্যাটফর্মেই ব্যবহার করেন নাম: Nasir Tanvir

মন্তব্যসমূহ